বার পিচ ইয়াবা সহ শাহরাস্তিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুরের শাহারাস্তি থানা পুলিশ।
১৬ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউপির বেরকী সাকিনের মিয়াজী বাড়ীর (ঈদগাহ মাঠ) জনৈক শহিদ উল্লাহ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঐ সময় তার হেফাজত হতে ১২ (বার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ বিল্লাল হোসেন (৫৪), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত সালেহা বেগম, সাং-ঘুঘুরচপ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
পুলিশ জানায় উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রজু করা হয়। শাহারাস্তি থানা মামলা নং-১২, তারিখ-১৬/০৫/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।