মোঃ শাহ আলম ভূঁইয়া
শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশনস, চাঁদপুর কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার ২টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলোঃ শাহরাস্তি মডেল স্কুল, আল ফালাহ ক্যাডেট মাদ্রাসা। এসময় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৬৯ জন শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।
শাহরাস্তি মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম বলেন, বৃত্তিতে এই কেন্দ্রে প্রায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
আল ফালাহ ক্যাডেট মাদ্রাসায় দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র সচিব হাফেজ মাওলানা কাউসার আহম্মেদ বলেন, আমাদের এই কেন্দ্রে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশনস, চাঁদপুরের এই সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। চাঁদপুর জেলার মোট ১৩ টি কেন্দ্রে ৩১১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষার ফলাফল দেয়া হবে।
পরীক্ষা চলাকালিন শাহরাস্তি মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জামায়াতে ইসলামি চাঁদপুর জেলা এসিট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল ও পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
পরিদর্শন শেষে মাওলানা আবুল হোসাইন বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদানের মাধ্যমে এক যুগ ধরে মেধার মূল্যায়ন করছে এএমআই।