নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্যরা। রোববার রাতে গুলশানে চেয়ারপার্সনের বাসভবনে এ বৈঠক করেন তারা।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে যান।
এদিকে, চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি বিদেশে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া।