চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সময় বদলেছে তাই এখন আমরা প্রতিযোগিতাময় শিক্ষাব্যবস্থা বাদ দিয়ে সহযোগিতাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করার উদ্যোগ নিচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা গতানুগতিক পাঠদান থেকে বেরিয়ে এসে কর্মজগতের সঙ্গে মিল রেখে শিক্ষার্জন করতে পারে।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার জন্য একটি পরিবেশের প্রয়োজন রয়েছে। এখন এই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ী ক্যাম্পাস হলেও শিগগিরই যাতে স্থায়ী ক্যাম্পাসে যেতে পারে সে বিষয়ে কাজ করছি। আশা করছি, চতুর্থ শিল্প বিপ্লবে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাসিম আখতার বলেন, ‘আমি ভাড়া বাসায় ক্যাম্পাসটি চালুর মধ্য দিয়ে বীজ বপন করলাম। এর সুফল এখানে অধ্যয়নরতরাই একসময় পাবে। সারা দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে এটির শিক্ষা কার্যক্রম হবে মডেল। আমি আশাবাদী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সময় দেশের জন্য সম্পদে পরিণত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।