আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার আপিলের শুনানি শেষে মাহিয়া মাহির প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা ঢাকাই সিনেমার এই নায়িকার মনোনয়নপত্রের বৈধতার রায় দেন।
প্রার্থিতা ফিরে পেয়ে এখন ইসিকে বিশ্বাস করতে শুরু করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, জেদ একদম পূরণ হয়েছে। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস, এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, এক শতাংশ ভোটারের গরমিল থাকায় মাহিয়া মাহির আবেদন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই চিত্রনায়িকা রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।