মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
গণহত্যা দিবস পালন উপলক্ষে শাহরাস্তিতে ২৫ শে মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণহত্যার তাৎপর্য তুলে ধরে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বিএসসি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, উপজেলা সমবায় অফিসার মোঃ মোতালেব খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিফ উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা ফায়ার ডিফেন্স এর স্টেশন মাস্টার মোঃ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মজুমদার প্রমুখ।