মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনতার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ তানজিল হোসেন রাজু।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে ঈদ ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি জাতীয় উৎসব। আনন্দ উৎসবের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছে আত্মসমর্পণ এর উদ্দেশ্য। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নববার্তা।
সবাইকে ঈদ মোবারক।
