চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি মেডিকেল সেন্টার কে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও ১ টি সিলগালা করা হয়েছে। ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৫২ ধারায় মুনিরা আই কেয়ার সেন্টার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চক্ষু অপারেশন সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মুনিরা আই কেয়ার সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড এবং ওয়ারুক বাজার কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে এক্সরে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম মেশিন, ল্যাব টেকনিশিয়ান কর্তব্যরত চিকিৎসক না থাকায় ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সারোয়ার আলম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফ্যায়দুল্ল্যাহ মিয়া, শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক ( এস আই) জনি কান্ত দে সহ সঙ্গীয় ফোর্স।