ইমতিয়াজ সিদ্দিকী তোহা
দেশের দক্ষিণাঞ্চলে ইলিশের সবচেয়ে বড় খুচরা ও পাইকারী বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে সরবরাহ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চল থেকে ইলিশ বোঝাই ট্রলার ও নৌকা ভিড়তে শুরু করে। সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পুরোদমে ইলিশ ধরা ও বিক্রি শুরু করেছে জেলে ও ব্যবসায়ীরা। বিগত দিনের তুলনায় ইলিশের দাম কিছুটা সহনীয় হওয়ায় খুশি ক্রেতারা।
ফেনি থেকে ইলিশ কিনতে এসে কাদের বলেন, ঘাটে এসে ইলিশের দাম আজ কিছুটা সহনীয় পর্যায়ে দেখছি। তবে ছোট সাইজের ইলিশ বেশি। দামটা আরো একটু কম হলে ভালে হতো।
ঘাটের ব্যবসায়ী কামাল হোসেন ও নবীর হোসেন বলেন, ধীরে ধীরে ইলিশ মাছের সরবরাহ বাড়বে। প্রথমদিনের তুলনায় আজ ঘাটে ইলিশের পরিমাণ বেশি। তবে ছোট ইলিশ বেশি। আজ ঘাটে ৬শ থেকে ৭শ মণ ইলিশ উঠেছে। ছোট বড় ইলিশ কেজিপ্রতি ৮শ থেকে ২৪শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানান তারা।
গেলো ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন চাঁদপুরসহ দেশের ৬টি অভায়আশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় ৫ শতাধিক জেলেকে আটক করা হয়। মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করে।