ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জমি নিয়ে জনগণকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। ভূমি মন্ত্রণালয়কে সম্পূর্ণ আধুনিকায়ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জমির সব হিসাব মোবাইলেই পাওয়া যাবে।
শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে তাদের জমির সব হিসাবও সংযুক্ত থাকবে।
ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকবে বলেও তিনি জানান।
নারায়ণ চন্দ্র বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, তা এবার বাস্তবায়ন করার পালা। অনেকে নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল, তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিদেশিরাও সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এর আগে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।