হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তিতে পূবালী ব্যাংক পিএলসির ২২১ তম উপ- শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শাহরাস্তি পৌরশহরের হাজী ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় ব্যাংকটির শুভ উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসরুর হাসান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলের প্রধান মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,পূবালী ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মুহম্মদ শফিউল আজম, শাহরাস্তি শাখা ব্যবস্থাপক কায়সার আলম, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, নিজমেহের মডেল পাইলট উবির প্রধান শিক্ষক আযাদ হোসেন, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহিন উদ্দিন প্রমুখ।