নিজস্ব প্রতিবেদক
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হয়, যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীনতার এই অমূল্য অর্জন স্মরণে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদ্যাপন করা হয়। বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করা হচ্ছে, আর এসব আয়োজনের বিস্তারিত তুলে ধরছেন প্রিয়পোস্টের প্রতিনিধিরা।
নওগাঁ
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এরপর পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা প্রেস ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
ঝালকাঠি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপন করা হইয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
এ সময় জেলা পুলিশ, জেলা বিএনপি, ঝালকাঠি প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুর
যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মাদারীপুরে শিবচরে পালিত হয়েছে মহান বিজয় ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করেছে।
মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসে শুভ সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকালে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পুস্পস্তবক অর্পণ করেন।
কুড়িগ্রাম
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
ফরিদপুর
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।