হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎ সংযোগের লাইন ছিঁড়ে রাস্তায় পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরকে বাঁচাতে গিয়ে তার বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।সোমবার(২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছ। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী মেহেদী প্রতিদিনের মতো বাড়ির বাইরে রাস্তায় খেলাধূলা করছিলো। খেলার সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে রক্ষা করতে গিয়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন মেহেদীকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করো।
নিহত মেহেদী হাসানের বাবা মিজানুর রহমান বলেন, হঠাৎ ডাক চিৎকারে আমি দৌড়ে গিয়ে বাঁশের মাধ্যমে সন্তানকে বিদ্যুতের তার থেকে দূরে সরিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেও ছেলেকে আর বাঁচাতে পারি নাই।
সূচীপাড়া উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান লোকমান হোসেন লিটন বলেন, পরিবারের অনাপত্তি থাকায় কোন মামলা হয় নি। মেহেদী হাসানের বাড়ি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে।