হাবিবুর রহমান ভূঁইয়া
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে , নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শাহরাস্তিতে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার(১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তরুণদের সমাবেশ ও তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
এসময় তিনি তার বক্তব্য বলেন, তরুণদের সাথে আমাদের কোন বিরোধ নেই। তরুণদের ভাষা আমাদের বুঝতে হবে। তারা কি চায় তা জানতে হবে। তারা আগের মত ফিরে যেতে চায় না। চাঁদাবাজি সন্ত্রাসী
গুম, খুন , কর্মকাণ্ড চায়না। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। তারা আমার আপনার সন্তান, আমাদের ভাই। তিনি বলেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন অবস্থাতেই দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থাতে ফিরে না যাই।তিনি বলেন সবার আগে নিজেকে বদলাতে হবে ।মনে রাখতে হবে ২৪ শে, তরুণরা এই দেশটাকে বদলে দিয়েছে, এই তরুণদেরকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদ আলম , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ খান, যুব সংগঠক হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা, বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক আব্দুর রহমান আরজু। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝেমাঝে পুরস্কার বিতরণ করেন।