শাহরাস্তি প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন,শুক্রবার দুপুরে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আল- আমিন শপিং কমপ্লক্সের সামনে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিটু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার,শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, আওয়ামী লীগ নেতা নেছার আহম্মদ পাটায়ারী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খোকন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হাসন তুষার,সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সাবেক সহ-সম্পাদক শাহাদাত হাসন সাধু,রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম মানিক।
এ সময় আরো উপস্হিত ছিলেন মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ পাটায়ারী,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুব আলম,টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরু,উপজলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জাকির হোসন, যুবলীগ নেতা শামীম হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসকান্দার মিয়া সুমন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ চাঁদপুর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে বিশাল নেতৃবৃন্দের বহর নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।