চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১১ ফেব্রুয়ারি, রোববার দুপুরে উক্ত স্কুল এন্ড কলেজ মিলায়তনে পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলাবাজার স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। সহকারি শিক্ষক মোঃ কাউসার আলম এর পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলাবাজার ব্যবসায়ি কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আবু নাসের মোঘল, মোঃ আব্দুর রশিদ মাস্টার, স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মাহবুব আলম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, প্রভাষক ইমরান হোসাইন, মিশু দে, শাহপরান, তোফায়েল হোসেন, মলয় হালদার, সুমাইয়া নাসরিন আখন্দ, তরিকুল ইসলাম, এমরান হোসেন, মুজিবুর রহমান বি এস সি, সিনিয়র শিক্ষক শিবানী রানী, সহশিক্ষক শিউলি আক্তার, মদন চন্দ্র রায় আব্দুল করিম, কামাল হোসেন, জহরুল হক, মোজাম্মেল হোসেন, অফিস সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম।
মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী পক্ষে মরিয়ম আক্তার, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে হানি তানহা,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের আরবি শিক্ষক বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবুল কাশেম।