শাহরাস্তি উপজেলার শাহরাস্তি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ মার্চ দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন মনির হোসেন, দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম।ছাড়াও মোরগ প্রতীক নিয়ে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাঃ মোঃ সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে বই প্রতীক নিয়ে মোঃ মনজুরু আলম নির্বাচিত হন।
নির্বাচনে ১ শত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মেহের উঃ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ শহীদ উল্লাহ ও পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন কাঁকৈরতলা মাদ্রাসার শিক্ষক মোঃ মেহেদী হাসান।