সৌদি আরবের রাজধানী রিয়াদের ২৫ নাম্বার এক্সিটে সড়ক দুর্ঘটনায় ঢাকা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবদুর রহমানের ছেলে মো: মামুন রহমান ( ৩৯) নিহত হয়েছে। তার পাসপোর্ট নং (A 02040706), সে
এক ছেলে ও এক মেয়ের জনক।
এছাড়া দুর্ঘটনায় আরেকজন বাংলাদেশী আহত হয়েছেন।তিনি কুমিল্লা সদর দক্ষিণের মুসলিম উদ্দিনের ছেলে তানভীর হাসান(২২)। তারপাসপোর্ট নং( B 00469855)।
সুত্রে জানা যায় ঢাকা মিনহাজ ওভারসিজ রেক্রুটিং এজেন্সির মাধ্যমে গত ১০ মার্চ সৌদি আরবে ফ্রি ভিসায় ৫ লাখ টাকা দিয়ে সৌদি আরব আসেন আহত তানভির হাসান।
রবিবার সন্ধ্যার আগে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঢাকা কেরানীগঞ্জ প্রবাসী মো: মামুন মারা যান, কুমিল্লা সদর দক্ষিন প্রবাসী তানভীর হাসান গুরুতর আহত হলে তাকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হসপিটালে নেয়া হয়। বর্তমানে সে ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে ঢাকা মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিহত মো: মামুনের মরদেহ একই হসপিটালের মর্গে রয়েছে।