চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রবিবার দুপুরে কৃষি অধিদপ্তর চত্বরে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল উফশী আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, ও এমওপি সার ১০ কেজি। প্রধান অতিথি হিসেবে এ উপকরণ সামগ্রী বিতরণ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো: ইয়াসির আরাফাত। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ পাটোয়ারী, মো: ইসহাক খন্দকার, মো: শাফায়েত হোসেন, মো: মুকবুল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার জানান, ২০২৪- ২০২৫ অর্থ বৎসরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষাণীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রতিজন কৃষককে খরিপ-২, মৌসুমে ৫ কেজি উফশী জাতের আমন ধান বীজ, ৫ কেজি,ডিএপি সার, ৫কেজি এমওপি সার ১ হাজার ৩ শত ৫০ জন কৃষক- কৃষানীর মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও পূনর্বাসন প্রক্রিয়ায় নগদ অর্থ বিতরণ সরকারের পরিকল্পনাধীন রয়েছে।