হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘ জয়িতা’ পুরস্কারে ভূষিত হলেন ৩ নারী। এসময় জয়িতা’দের সংবর্ধনা দেয়া হয়।
সোমবার(০৯ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জয়িতার (সফল জননী) রত্নগর্ভা সম্মাননা পেলেন- নাজনীন জাহান।
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যত্রুমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী (সফল জননী) ক্যাটাগরীতে শাহরাস্তি উপজেলা পর্যায়ে শেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নাজনীন জাহান।
তিনি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর গ্রামের মিয়াজি বাড়ির মৃত এম এ মালেক মাস্টার ও মৃত রাশেদা বেগমের মেয়ে এবং একই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের মাওঃ আবু বকর সিদ্দিকের স্ত্রী।
সফল জননী (রত্নগর্ভা) নাজনীন জাহানের ৬ সন্তানের মধ্যে ৫ মেয়ে স্নাতক(সম্মান) ডিগ্রি অর্জনসহ বিভিন্ন কলেজের প্রভাষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষক পদে চাকুরি করছেন। একমাত্র ছেলে সন্তান ও সিভিল ডিপার্মেন্টের ওপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অজর্নের পাশাপাশি স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে পাড়ি জমানোর অপেক্ষায় আছেন।
শাহরাস্তি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার বলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘জয়িতা’ পুরস্কারে ভূষিত হলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে আর চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্য সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটির নাম জয়িতা অন্বেষণে বাংলাদেশ।