শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তির টামটা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার,২৫ জুলাই সকাল ১০ টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসনিম আলম জারা।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ হোসেন এবং হাফেজ মাইন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ একরামুল হক পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক রমজান আলী, রোকনুজ্জান রোকন, সাইফুল ইসলাম মানিক।
এসময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার শিক্ষিকা সুমাইয়া আফরিন, তানজিনা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টামটা তালিমুল কুরআন নূরানী কেজি মাদ্রাসার উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিৎ। অভিভাবক সচেতন মানেই তার সন্তান সচেতন। তাই আসুন সবাই মিলে মাদ্রাসার উন্নয়নে কাজ করি। সন্তানদের জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই বিনির্মাণ হবে আলোকিত সমাজ।