চাঁদপুরের শাহরাস্তিতে জিআর পরোয়ানাভুক্ত ০৪ (চার) জন এবং নিয়মিত ও পূর্বের মামলায় ০২ (দুই) জন সহ মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২২ ডিসেম্বর, বৃহস্পতিবার শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, মোহাম্মদ আলমগীর হোসেন এর দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/কিশোর বড়ুয়া, এসআই (নিঃ)/জনি কান্তি দে, এএসআই/আতাউর রহমান, এএসআই/মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১৬৫/১৯ (শাহরাস্তি), শাহরাস্তি থানার মামলা নং-২৪, তাং-২৬/২৬/২০১৯, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোট এবং জিআর-১২৩/১৯ (শাহরাস্তি), ধারা-৩৭৯ পেনাল কোট এর আসামী আলমগীর হোসেন দিপু (২২), পিতা-রুহুল আমিন, সাং-বানিয়াচৌ এবং ননজিআর-০৯/২৩ এর আসামী ১। মোঃ বাহার উদ্দিন (৫৫), পিতা-মৃত আইয়ুব আলী, ২। মোস্তফা কামাল (৬৫), পিতা-মৃত নুরুল হক, উভয় সাং-নাহারা, সর্ব থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১, তারিখ- ০১ জুন, ২০২৩; জি আর নং-৯৫, তারিখ- ০১ জুন, ২০২৩, ধারা-৭২/৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সালেহ আহম্মদ (৪৫), পিতা-সিরাজুল হক, সাং-সূচীপাড়া চাঁদপুর এবং চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার ,এফআইআর নং-৭, তারিখ- ২২ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-১৭৯, তারিখ- ২২ ডিসেম্বর, ২০২৩; সময়- ০৯.৪৫ধারা-447/323/307/379/
427/506 The Penal Code এর এজাহারনামীয় আসামী সিরাজুল ইসলাম(৪০), পিতা-মৃত হাজী জুনাব আলী , গ্রাম- হোসেনপুর (খাসের বাড়ী) , সর্ব থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুরদেরকে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বর্নিত আসামীদেরকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।