নিজস্ব প্রতিনিধি: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই প্রতিবাদ্য বিষয় নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋন বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ১৮ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জের সাবেক ইউএনও উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাছান, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ সুধীজন।