চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আরামডাঙ্গা গ্রামের মৃত. আহমেদ আলী মন্ডলের বড় ছেলে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা- মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি থেকে দর্শনায় যাচ্ছিলেন আবুল কাশেম। পথিমধ্যে রামনগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আবুল কাশেম।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে চলে গেছেন। তবে তার মোটরসাইকেল দর্শনা থানায় আছে।