বান্ধবী গাব্রিয়েলি মিরান্দাকে বিয়ে করেছেন এনদ্রিক। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিখেছেন, ‘তারপর আর আলাদা দুজন বলে কিছু থাকল না, হয়ে গেল এক। অতঃপর ইশ্বর তাদের এক করে দিয়েছেন, যাদের আর কেউ আলাদা করতে পারে না।’ এরপর লিখেছেন, ‘অবশেষে আমরা এখন বিবাহিত।’
এনদ্রিক আর মিরান্দার প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয় গেল বছর অক্টোবরে। সেই থেকেই চুক্তির শর্ত মেনে চলছেন তারা। শর্তের ফর্দে লেখা আছে এভাবে—‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’ চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ।
সেই ফর্দে আরো লেখা, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’ নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দও তাঁরা ছেটে ফেলেছেন চুক্তির শর্ত অনুযায়ী। সেগুলো হলো ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’।
২৩ বর্ষী মিরান্ডা পেশায় পুষ্টিবিদ ও মডেল। এনদ্রিকের চেয়ে তিনি ৫ বছরের বড়। তবে প্রেম ও বিয়ের ক্ষেত্রে বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। সমস্যা সৃষ্টি করেনি এনদ্রিকের পেশা জীবনেও। বরং এই মৌসুমে এনদ্রিক তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পা রেখেছেন।