হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দাখিল মাদ্রাসার সুপার মোঃ রফিকুল ইসলাম ৩ মাস যাবত মাদ্রাসায় উপস্থিত না থেকে বেতন উত্তোলন করায় ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে! সহ সুপার মোঃ শামসুল আলম প্রতিনিধিকে জানান আমাদের মাদ্রাসাটি ১৯৫২ প্রতিষ্ঠিত। বর্তমানে আমাদের ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৫৯ জন। ১৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে আমরা ১০ জন আছি। তার মাঝে দুজন ছুটিতে আছেন। মাদ্রাসার সুপার (রফিক) গত ৫ আগস্ট ২০২৪ ইং থেকেআজ পর্যন্ত মাদ্রাসায় আসেন না,কিন্তু বেতন নিচ্ছেন। শিক্ষক স্বল্পতার কারণে আমাদের পাঠদানে সমস্যা হচ্ছে।
মাদ্রাসা সুপার কেন মাদ্রাসায় আসেন না, এই ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম এই প্রতিনিধিকে জানান, ৫ আগস্ট এর পর মাদ্রাসা এলাকার কয়েকজন আমাকে হুমকি দিয়েছে আমি যেন মাদ্রাসায় না আসি, তাই আমি ছুটির আবেদন করে, ছুটিতে আছি। তিনি বেতন উত্তোলনের কথা স্বীকার করেছেন।