মোঃ শাহ আলম ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের অফিস চিতোষীতে আধুনিক ও উন্নতমানের সেবা নিয়ে চিতোষী জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) হাসপাতালের শুভ উদ্বোধন করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
চিতোষী বাজার রেজিষ্ট্রি অফিস সংলগ্ন নিজস্ব ভবনে হাসপাতালেে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে কাইমুল হক রিংকু ও ডাঃ সাইফুল ইসলাম চৌধুরীর তত্বাবধানে এবং ডাঃ ফয়েজউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের ডাঃ মোঃ মুশফিকুল ইসলাম আদনান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়া উদ্দিন ইমরান প্রমুখ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, চিতোষীর দিকে দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলো না। বর্তমানে জেনারেল হাসপাতালটিতে আধুনিক বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। শাহরাস্তি, মনোহরগঞ্জ উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে। জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।