মোঃ রুহুল আমিন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের মমতাময়ী মা মোসাম্মৎ মরিয়মের নেছা চিরনিদ্রায় শায়িত হলেন। রবিবার (২৯ ডিসেম্বর) বাদ যোহরের নামাজ শেষে নিজ বাড়িতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে উপস্থিত জানাযার নামাজে অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে মানব জাতির এই পৃথিবীতে স্বল্প সময়ের জন্য আসা ও চলে যাওয়ার বিষয়ে পবিত্র কোরআন মজিদ ও হাদীসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভোলদিঘী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মরহুমার বড় ছেলে মোঃ মোশারফ হোসেন, মেঝো ছেলে মোঃ মনিরুজ্জামান মনির। এসময় মরহুমার ছোট ছেলে মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জানাযায়, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, বিএনপির উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও অন্যান্য দলের নেতা-কর্মী সহ আশপাশের বিভিন্ন গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮:৩৫ ঘটিকায় তিনি শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্ৰামের মিত্রবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্ট সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজে ইমামতি করেন, হাফেজ মোখলেছুর রহমান। দাফন শেষে জানাযার নামাজে উপস্থিত সকলে মরহুমার পরকালীন জিন্দেগি মহান আল্লাহ তায়ালা যেন সহজ করে দেন এই ফরিয়াদ জানিয়ে মহান রাব্বুল আলামীনের রহমত কামনা করে ফরিয়াদ জানান। এই সময় মোনাজাত পরিচালনা করেন, ঘুঘুশাল গ্ৰামের মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুল হোসেন।