বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময় সাক্ষাৎকার ও মন্তব্যে জানিয়েছেন, তার জন্য নারীরা পাগল। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চায়। কেউ আবার তার সময় টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছেন।
কয়েক মাস আগেই চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক বলেছিলেন, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছিল তখন।
এবার এ বিষয়ে জড়ালেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
এ অভিনেত্রী জানালেন, তিনি শান্তিনগরের সেই মেয়ে হতে চান। সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
শবনম ফারিয়া লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। শান্তিনগরের সেই মেয়ে হব আমি, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’
এটা স্পষ্ট যে, পোস্টটি কেবল মজার ছলেই করেছেন ছোটপর্দার এ তারকা। এটাও স্পষ্ট যে, অন্য কাউকে উদ্দেশ্য করে সোশ্যালে এমনটা লিখেছেন তিনি।