নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে।
রোববার (১৬ জুলাই) রাত পৌনে নয়টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরাণীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে এ ঘটনা ঘটে।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ উদ্ধার কাজ করছে। এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে।
নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মো. হাসান জানান, শ্যামবাজার থেকে কেরাণীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে গেছে।