Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সহযোগী সংগঠনসগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাকে দেখতে ভালো মানুষ মনে হলেও মুখে বিষ। কি বাজে ভাষায় বক্তৃতা করে! নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের জানিয়েছেন, জনমত জরিপে শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখে। আসছে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে কর্মসূচি পালনে চাঁদাবাজি করা যাবে না বলেও নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যখন শোকের মাসের কর্মসূচি নিতে যাই, তখন বিএনপি ছাড়া কিছু মিডিয়াও পাল্টাপাল্টি কর্মসূচির কথা বলে। আমরা বলেছি আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। এখানে পাল্টাপাল্টি হলো কোথায়? পাল্টাপাল্টি হলো কিভাবে?

আওয়ামী লীগ সংঘাতের পক্ষপাতি নয় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, সংঘাত করে যারা দুর্বল। আমরা সংঘাত করতে যাব কেন? আমরা কেন সংঘাত করব? আমরা তো চাই সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন৷ এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদাল চৌধুরী ও সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
মানুষ পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাইছে বিএনপি-জামায়াত: ড.আব্দুর রাজ্জাক
তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে, এতো সহজ নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে বিশাল মিছিল
অশিক্ষিত-মূর্খদের হাতে বাংলাদেশ চলতে পারে না: প্রধানমন্ত্রী
এই সরকারকে ক্ষমতাচ্যুত না করে ঘরে ফিরে যাবো না: ড. জালাল উদ্দিন
শাহরাস্তিতে বিএনপির ৪৫ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজনীতি এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।