নিজস্ব প্রতিনিধি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে ‘মশার ভয়ে’ বক্তব্যের একাংশ বলতে ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিছুক্ষণ পর অবশ্য ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার। পরে ‘ক্ষমা চেয়ে’ তিনি বলেন, মশার দিকে নজর রাখতে গিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম।
গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) এনবিআরের সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের অনুষ্ঠান মঞ্চে অর্থমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন সাদা পোশাকের কাস্টমসের এক কর্মী। তার হাতে ছিল মশা মারার একটি ব্যাট। মন্ত্রীর আশপাশে কোনো মশা আসছে কিনা, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন তিনি। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলছিলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতে দেখা গেছে এই কর্মীকে।
ইএফডিএমএসের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য শেষ হওয়ার পর আবারও বক্তব্য দেন অর্থমন্ত্রী। সেই বক্তব্যে তিনি বলেন, বক্তব্য শেষ করার আগে আমার একটি লাইন বলার কথা ছিল বা একটি বিশেষ কথা বলার ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারোর ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরে বর্তমান সরকার দুই কোটি ৩৫ লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে। রাজস্ব আদায় বেড়েছে ছয় গুণ। ইএফডিএমএস রাজস্ব আদায়কে গতিশীল করবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে বলেন, আমাদের মান-সম্মানের সঙ্গে ভ্যাট দিতে দেন। ব্যবসায়ীরা কর দিতে চান। কর কর্মকর্তাদের হয়রানি বন্ধ করুন। আমাদের হয়রানি থেকে মুক্তি দিন।
ভ্যাট আহরণে স্বচ্ছতা ও গতি বাড়াতে এই ইএফডিএমএস চালু করেছে এনবিআর। বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট আদায় করা হবে। ক্রেতারা রসিদ নেবেন এই মেশিনের। রাজস্বের একটি অংশ পাবে জেনেক্স ইনফোসিস।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, সারা দেশে খুচরা ব্যবসায়ীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের সবাইকে ইএফডি মেশিন দেওয়া এবং তা সংরক্ষণ, পরিচর্যা ও ব্যবস্থাপনা করা বিদ্যমান এনবিআরের জনবল দিয়ে সম্ভব নয়। তাই জেনেক্স ইনফোসিসকে বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসানোর যাবতীয় ব্যবস্থাপনার কাজ করবে। এনবিআর শুধু তদারকি করবে।