Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

আহমদনগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার আলিম ও ফাজিল শিক্ষার্থীদের নবীন বরণ

শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী আহমদনগর আবদুল আজিজ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ও ফাজিল শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আহমদনগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ নূরুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও  মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুর রবের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদনগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আমিনুল ইসলাম শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: জাকির হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন  সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সহকারী মৌলভী আবুল হাশেম মজুমদার, সিনিয়র শিক্ষক মো: তাজুল ইসলাম প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠানে নাতে রাসুল সাঃ পেশ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী মো: জামিল হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলিম ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থী ও দেশ ও জাতির কল্যানে সবার জন্য  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: জাকির হোসেন।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
কিশোরগঞ্জে তীব্র গরমে অসুস্থ ২৫ শিক্ষার্থী
জিপি-৫ পেল ২৪৬, শাহরাস্তিতে এসএসসি সমমানে পাশের হার ৮৬.১৮
চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শীর্ষে হাসান আলী বিদ্যালয়
৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
কিছুটা উন্নতি কুমিল্লা বোর্ডের, বেড়েছে জিপিএ-৫
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষাঙ্গন এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫