শাহরাস্তিতে ঈগল প্রতীকের( স্বতন্ত্র) প্রার্থী গাজী মোঃ মাঈনুদ্দিন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভায় মিলিত হয়েছেন । ২৩ ডিসেম্বর শনিবার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রায়শ্রী দক্ষিণ ও রায়শ্রী উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় মিলিত হন । এ সময় তিনি রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর,নাহারা,খিলাবাজার, বেরনাইয়া বাজার, উল্লাশ্বর, যাদবপুর,রায়শ্রী, উনকিলা,খামপাড় এলাকায় গণসংযোগ ও পথসভায় মিলিত হন।
এসময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, জেলা পরিষদ সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।