চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো: শফিকুল আলম ফিরোজের বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ৩ টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষারের পরিচালনায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুল আলম ফিরোজ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছি। শেখ হাসিনার ডাকেই নির্বাচনে অংশ নিয়েছি, আগামী ৭ ই জানুয়ারী ট্রাক প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে আমরা এ আসনটি উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে, এগিয়ে যাবেন দুরন্ত গতিতে। আপনাদের সবার উপস্থিতি, প্রমাণ করে আপনারা দীর্ঘদিন জুলুম, অত্যাচার,নির্যাতন, প্রতিহিংসার সমুচিত জবাব ৭ ই জানুয়ারী আপনারা ট্রাক প্রতিকে মূল্যবান রায় দিবেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু,শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,শাহরাস্তি পৌর আওয়ামী লীগ সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইসকান্দার মিয়া সুমন,হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মাহতাবউদ্দিন হেলাল, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম মানিক, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াতের পর বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে কেক কাটেন সফিকুল আলম ফিরোজ।