শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সাথে নিয়ে কেক কেটে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
৪ জানুয়ারি রাতের প্রথম প্রহরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কেক কাটা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেক কাটা শেষে বর্ণিল আতোশবাজিতে আলোকিত হয় মাঠ প্রাঙ্গন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনসহ চাঁদপুর জেলা ছাত্রলীগ, চাঁদপুর পৌর, সদর ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের বর্তমান ও সাবেক বিভিন্ন নেতৃবৃন্দ।