চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ইটভাটাকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটা দুইটির কার্যক্রম ও বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।
জেলা পরিবেশ অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, বিকেলে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথভাবে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটাসমূহে অভিযান চালায়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স চরবসন্ত ব্রিকসকে এক লাখ এবং মেসার্স টুবগী ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।