চাঁদপুরের শাহরাস্তির টামটায় ওয়াজ মাহফিলে ইতিহাস সৃষ্টি করলেন নন্দিত মোফাচ্ছের ও জাতীয় ইসলামি সংগীত শিল্পী মুফতি সাঈদ আহমেদ কলরব।
৪ মার্চ, সোমবার উপজেলার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এ ইতিহাস সৃষ্টি করে।টামটা গ্রামের ইতিহাসে এত বড় মাহফিল ও এত জনসমুদ্র আর কখনো দেখা যায়নি।
বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মাহফিলের বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের মহামায়া জামিয়া ইসলামিয়া শামসুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোহাম্মদ ইদ্রিস,ঢাকা শানারপাড় মাদ্রাসাতুল আস’আদ আল ইসলামিয়ার মুহতামিম মাওঃ মাসুম বিল্লাহ এমদাদী।
এছাড়া মাহফিলে আলোচনা করেন চাঁদপুর রালদিয়া জামে মসজিদের খতিব মাওঃ হাফিজুর রহমান চাঁদপুরী,শাহরাস্তি আল-আমিন জামে মসজিদের খতিব মাওঃ মুফতি মাসুম বিল্লাহ নূরপুরী,শাহরাস্তি দেবকরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওঃ সাজ্জাদুর রহমান ও শাহরাস্তি নিজমেহার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মেহেদী হাসান প্রমূখ।