হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী (৫০) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী (৪৬)।
বুধবার সকালে উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত ছলেমান গাজীর ছেলে। আহত উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ নামে সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও একজন যাত্রী গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির বড় ভাই মজিবুর রহমান গাজী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করলে পথিমধ্যে তিনি মারা যান।
থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে মো. আলীর মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের মরদেহ কুমিল্লা থেকে আনা হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায়কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি থানা হেফাজতে রয়েছে।