প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রান্তবিল ও সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এর ঐচ্ছিক তহবিল হতে ৪৭ জন গরিব অসহায় অসুস্থ মানুষের মাঝে নগদ অর্থসহ ২২ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শাহরাস্তিতে।
বুধবার (২২ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই আয়োজন শেষ হয়। চাঁদপুর-৫( শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন। এই সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরিব-দুঃখি অসহায় মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন। আমরাও আছি। আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহ আমরা অতীতে যেমনি ভাবে ছিলাম, এখনো আছি, এবং আগামী দিনগুলোতে আমরা আপনাদের সহায়তা করব ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম রায়হান, উপজেলা পরিষদের সিএ, মোঃ শাহাবুদ্দিনসহ গণমাধ্যম কর্মী বৃন্দ।