হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে ‘বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনে’র (বিএসএফ) উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১০ ঘটিকা থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী এই পরীক্ষা বিজয়পুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেসরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১০৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে, ৮০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ৪৮ জনকে সাধারণ গ্ৰেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি প্রাপ্ত প্রত্যেক ট্যালেন্টপুলধারী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেষ্ট সহ এককালীন নগদ ৬০০/- এবং সাধারণ গ্ৰেডধারী প্রত্যেক শিক্ষার্থী নগদ ৫০০/- টাকা সহ সার্টিফিকেট ও ক্রেষ্ট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনে’র (বিএসএফ) এই বৃত্তি পরীক্ষা স্থানীয় বিদ্যুৎসাহি ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি পরিচালনা করেন থাকেন। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন ব্যবসায়ী মোঃ মাহবুব আলম এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, সমাজ সেবক মোঃ আবু সাঈদ। পরীক্ষায় হল সচিব হিসেবে মোঃ শাহজাহান ও সহকারি হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আক্তার হোসেন।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলার আমির মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী।
এক প্রতিক্রিয়ায় বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের (বিএসএফ) সদস্য-সচিব মোঃ আবু সাঈদ জানান, ২০১২ সাল থেকে অদ্যাবধি অর্থাৎ বিগত ১৩ বছর যাবৎ এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিকট হতে কোন প্রকার পরীক্ষার ফি গ্ৰহন করা হয় না। এলাকার বিদ্যুৎসাহী, সমাজ সেবক ও বিত্তশালীগন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন ও ব্যয়ভার বহন করেন। আমাদের প্রত্যাশা এলাকার মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় বেশি বেশি অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করুক তারা জাতির মেধাবীদের অংশ। অভিভাবকদের প্রতি তাদের আহ্বান, তারা যেন তাদের নিজ নিজ সন্তানদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্ৰহী করে তুলে তাদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেন।
আর এই প্রক্রিয়ার মাধ্যমে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন (বিএসএফ) তাদের এই কার্যক্রমের ব্যপ্তি শাহরাস্তি উপজেলা ছাড়িয়ে অন্য এলাকায় ছড়িয়ে দিতে পারেন।