মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
শাহরাস্তির কুরকামতায় কৃষকদের জন্য স্বঅর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ করলেন স্হানীয় ইউপি মেম্বার ফারুক হোসেন । তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন।
জানাযায়, ইরি বোরো মৌসুমে মাঠে ফসল উৎপাদন করতে ও ফসল বাড়িতে আনয়ন করার জন্য কৃষকদের ভীষণ কষ্ট পোহাতে হত।বিশেষ করে ঝড় বৃষ্টিতে এমাত্রা আরো বেড়ে যেত। কাঠের এ সাঁকো তৈরি হওয়ায় এলাকার কৃষকরা বেজায় খুশি।
এ প্রসঙ্গে মেম্বার ফারুক হোসেন বলেন,খালের কারণে কৃষকরা মাঠ থেকে ইরি বোরো মৌসুমে ফসল বাড়িতে আনতে অনেক পথ ঘুরতে হয়, তাছাড়া কুরকামতার পূর্ব পাড়ার মানুষ চলাফেরা করতে পারবে, এই জন্য আমি এই খালের উপর কাঠের সাঁকো নির্মাণ করেছি।