শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীদের ঐক্য ও যুব সংগঠন এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রায়শ্রী গ্রামবাসীর উপস্হিতিতে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
ইংল্যান্ড প্রবাসী জাবেদ মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ আলম ভূঁইয়া ও আতিকুল ইসলাম শেখের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মনির হোসেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়শ্রীর কৃতি সন্তান অবঃ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোস্তফা কামাল, ওবায়দুল হক,গোলাম মোস্তফা মেম্বার, মোস্তফা কামাল শাহিন, সালাউদ্দিন গাজী, মাহমুদুর রশিদ, প্রবাসী কামাল হোসেন, আঃ ছাত্তার শেখ প্রমুখ।
শাহরাস্তিতে রায়শ্রী প্রবাসীদের ঐক্য ও যুব সংগঠন এর আহবায়ক আবু ইউসুফ সুমন বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও কাজ হলো এলাকার সকল প্রবাসীরা এককাতারে এসে গ্রামের ঐক্য অটুট রাখা, গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া, শিক্ষা সুস্থ সংস্কৃতির বিকাশ ও মাদক জুয়া নির্মূলে সবাইকে সচেতন করা। আমাদের সংগঠনে মোট সদস্য সংখ্যা ৬০ জন।আরো যারা প্রবাসে আছেন তারাও সংযোগ হতে পারবেন।