ক্রীড়া ডেস্ক
নিজের পুরোনো ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে খেলাটাই হয়ে থাকল নানির শেষ ম্যাচ। ৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার।
সামাজিক মাধ্যমে নিজেই খেলোয়াড় জীবনের ইতি টানার ঘোষণা দেন নানি। ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার খেলোয়াড় হিসেবে আমি নিজের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
নানি আরও ধন্যবাদ জানিয়েছেন তার ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে যারা সমর্থন করেছেন তাদেরকে।
নানি ক্যারিয়ারের সফল সময় কাটিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৭ সালে ম্যানইউতে যোগ দেন নানি। প্রথম বছরেই জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো ৮ মৌসুমে ৪ প্রিমিয়ার লিগ জেতেন।
এই মৌসুমে নিজ শহরের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে পর্তুগালের শীর্ষ লিগে খেলছিলেন নানি। গত মাসে স্পোর্টিংয়ের বিপক্ষে সবশেষ মাঠে নামেন তিনি।
পর্তুগালের হয়ে ১১২ ম্যাচে ২৪ গোল করেছেন রানি, দেশের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো।