নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেশিশুদের নামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) এ তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দ্য টেলিগ্রাফের মতে, এর আগের সবচেয়ে জনপ্রিয় নাম ‘নোয়াহ’-কে পেছনে ফেলে দিয়েছে নামটি। ‘নোয়াহ’ এখন ছেলেশিশুদের নামের মধ্যে দ্বিতীয় জনপ্রিয়। জনপ্রিয়তায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।
এদিকে এ নিয়ে টানা অষ্টমবারের মতো মেয়েশিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে অবস্থান করছে অলিভিয়া নামটি। অ্যামেলিয়া ও ইসলা যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।
ওএনএস প্রতি বছর যুক্তরাজ্যের সর্বাধিক জনপ্রিয় ও অজনপ্রিয় নামগুলো প্রকাশ করে। এজন্য এটি দেশটিতে সর্বশেষ জন্মগ্রহণকারী শিশুদের নামের তথ্য বিশ্লেষণ করে।
ওএনএস তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখেছে, ২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেশিশুদের মধ্যে ৪ হাজার ৬৬১ জনের নাম ‘মুহম্মদ’ রাখা হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪ হাজার ১৭৭। অর্থাৎ ২০২২ সালের তুলনায় এ নামটি রাখার পরিমাণ বেড়েছে; যার অর্থ দাঁড়াচ্ছে এক বছরে ‘মুহাম্মদ’ নামটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
এদিকে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নামটির জনপ্রিয়তা তুলনামূলকভাবে কমেছে। ২০২২ সালে ৪ হাজার ৫৮৬টি ছেলেশিশুর নাম ‘নোয়াহ’ রাখা হয়েছিল; যা ২০২৩ সালে কমে ৪ হাজার ৩৮২ জনে এসে দাঁড়িয়েছে।
মুহাম্মদ একটি আরবি নাম; যার অর্থ ‘প্রশংসনীয়’। এটি ‘হাম্মাদা’ শব্দ থেকে উদ্ভূত; যার অর্থ ‘প্রশংসা করা’।
মুহাম্মদ নামটি ইসলামের বার্তাবাহক নবী মুহাম্মদ (সা.)-এর নাম হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত। এ নামটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়াসহ যেসব দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে প্রচলিত।
তা ছাড়া ওএনএস সর্বাধিক জনপ্রিয় নামগুলোর মধ্যে কিছু ভৌগোলিক বৈচিত্র্যও খুঁজে পেয়েছে। যেমন জনপ্রিয় মেয়েশিশুদের নামের মধ্যে অলিভিয়া নামটি ইংল্যান্ডের নয়টি অঞ্চলের পাঁচটিতে সবচেয়ে জনপ্রিয়। ওয়েলসে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অন্যদিকে ছেলেশিশুদের নামের মধ্যে মুহাম্মদ ইংল্যান্ডের নয়টি অঞ্চলের মধ্যে চারটিতে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু ওয়েলসে এটি জনপ্রিয়তার দিক থেকে ৬৩তম স্থানে রয়েছে।
সূত্র : জিও নিউজ