চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ‘এমভি আল-বাখেরা’ নামে সারবোঝাই জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে মারা যান।
আজ সোমবার চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে ওই জাহাজটি নোঙর করা ছিল বলে জানায় নৌ পুলিশ।
চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘খবর পেয়ে আমরা দুপুরের পর ঘটনাস্থলে যাই। সেখান থেকে পাঁচটি মরদেহসহ ৮ জনকে উদ্ধার করি। পরে আহতদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করাই। যদিও এদের মধ্যে দুজন হাসপাতালে আনার ঘণ্টা খানেকের মধ্যেই মারা যায়। অপর আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় বিকেল ৫টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেই।’
উদ্ধার হওয়াদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঢাকায় পাঠানো যুবকের নাম জুয়েল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে ফারুক আহমেদ নামের একজন বলেন, ‘আমরা আহত যুবককে তার পরিচয় জিজ্ঞেস করি। কিন্তু কথা বলার মতো তার অবস্থা না থাকায় সে কাগজে তার নামটি লিখে দেয়। তার অবস্থা খারাপ থাকায় এর বেশি কিছু আমরা জানতে পারিনি।’
চাঁদপুর নৌ পুলিশের সূত্রমতে, ওই সারবোঝাই জাহাজটি চট্রগ্রাম থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনায় এ ঘটনা ঘটে। তবে কেন বা কীভাবে এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।
চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ৫টি কক্ষে ৫টি লাশ পাই। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। তবে এ ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়। আমরা খতিয়ে দেখছি।’