বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়া। তবে বেশ কিছুদিন হলো নাটকে উপস্থিতি কম। মাঝেমধ্যে মডেলিং আর সমাজমাধ্যমে দেখা মেলে তার। ব্যক্তিজীবনে ২০২০ সালে বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা শাওনকে। নাটকপাড়ায় সুখী দম্পতি হিসেবে সুনাম রয়েছে তাদের। টয়ার চাওয়া, শুধু তারা নয়, প্রতিটি দম্পতিই যেন সুখে থাকে। এবার জীবন সংসারে কীভাবে ভালো থাকা যায় সেই টিপস দিলেন এ অভিনেত্রী।
সংসার বিষয়ে টয়া বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে-যাবে, এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’
সৃষ্টিকর্তার অশেষ রহমতে নিজেদের দাম্পত্যজীবনও ভালো কাটছে টয়া-শাওনের। অভিনেত্রী বলেন, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছেন, মাথায় হাত রেখেছেন আমরা এখনও ভালো আছি।
পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অন্যকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’
নানাভাবে আলোচনায় থাকলেও কাজে উপস্থিতি তেমন নেই কেন? জানতে চাইলে টয়া জানান, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেকদিন থেকে। তার পরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’