ইমতিয়াজ সিদ্দিকী তোহা
‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই শ্লোগানে কুমিল্লায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কুমিল্লা নগরীর টাউনহল মাঠ থেকে র্যালিটি কুমিল্লা স্টেশন ক্লাবে এসে শেষ হয়। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বর্ণাঢ্য এ র্যালিতে অংশ নিতে কুমিল্লার নানা প্রান্তথেকে বিভিন্নশ্রেণি-পেশার মানুষজন এবং সরকারি, বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকেই কুমিল্লা টাউন হল মাঠে এসে জড়ো হন।
সকাল সাড়ে দশটায় বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ।
র্যালি শেষে কুমিল্লা স্টেশন ক্লাবে মাস ব্যাপী বাণিজ্য ও তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়। মেলায় অংশগ্রহণকারী ১২০টিরও বেশি স্টলে স্থান পেয়েছে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি, বাটিক, কারু ও মৃতশিল্পসহ দেশী-বিদেশি নানা পণ্য। দীর্ঘ চার বছর পর এই মেলায় অংশগ্রহণ করতে পেরে বিক্রেতারা যেমন খুশি তেমনি মেলায় বাহারি পণ্যের সমাহার দেখে খুশি ক্রেতারাও।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ যে কর্মসূচি নেয়া হয়েছে সে কর্মসূচির অংশ হিসেবে আজকে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের বছরের প্রথম দিনেই আমরা এ তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। এ উপলক্ষে এখানে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় দেশীয় এবং কারু পণ্যের সমাহার রয়েছে।