Header Border

ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম :
সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শনে পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান আল্লাহর আইন কায়েম হলে সকলে সমান আলো পায়—অধ্যাপক অধ্যাপক মোঃ আবুল হোসেন এবার মোদির পদত্যাগের ‘একদফা’ দাবি প্রতীকসহ নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ বন্যার্তদের মাঝে ফুডপ্যাক বিতরণ ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার প্রতিহিংসা পরিহার করে সুন্দর সমৃদ্ধ দেশ  গড়তে সবাই এগিয়ে আসুন: ইঞ্জিঃ মমিনুল হক শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ: রয়টার্সকে উপদেষ্টা শাহরাস্তিতে বানবাসীদের মাঝে পিসবের ত্রাণ সামগ্রী বিতরণ চাঁদপুরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালের পাঁচখুপি গ্রামে মারুফা খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বিনাই-পাঁচখুপি আকন্দপাড়ার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফা ওই গ্রামের আবু সাঈদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সাকিল হোসেনের স্ত্রী। এদিকে, গৃহবধূর পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, জয়পুরহাটের চাপাগাছি হরিপুর গ্রামের মারুফার সঙ্গে ১০ বছর আগে সাকিলের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।

সংসারে সচ্ছলতা ফেরাতে ১০ মাস আগে মালয়েশিয়া যান সাকিল। তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল মারুফার।

মারুফার শাশুড়ি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। তার স্বামী বাড়িতে ছিলেন না। রাত ১টার দিকে নাতির ডাকে ঘুম ভাঙে তার।

পরে তার কথায় মারুফার ঘরে গিয়ে বাঁশের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পান। ওই সময় তিনি চিৎকার করলে অন্যরা যান। এ ছাড়া তিনি আর কিছু জানেন না।

তবে মারুফার ছোট বোন সুবর্ণা আক্তারের দাবি, তার বোন খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে। তিনি আত্মহত্যা করতে পারেন না। তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের শাস্তি চান।

এ বিষয়ে ক্ষেতলাল থানার এসআই আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে মারুফার হাতে লেখা একটি বাক্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ক্ষেতলাল থানা ওসি রাজিবুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা না হত্যা তার প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ: রয়টার্সকে উপদেষ্টা
চাঁদপুরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলা শুরু রাতে

জাতীয় এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক: ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,  প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত। বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫