যাত্রীর চাপ কম থাকায় দুইদিন (৬ ও ৭ জানুয়ারি) পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চল থেকে ৩২টি ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে।
শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
তিনি বলেন, দিনের বেলা কিছু লোকাল ট্রেনের মুভমেন্ট কম থাকে। এছাড়া বর্তমানে যাত্রীর চাপ কম থাকায় পূর্বাঞ্চলের ২০টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেনের চলাচল আপাতত দুইদিন স্থগিত রেখেছি। বাকি সব ট্রেন চলাচল করবে।
রেলওয়ের মহাপরিচালক জানান, এসব ট্রেনের কর্মচারীরা অন্য ট্রেনগুলোতে কাজ করবেন। লোকোমোটিভগুলো দিয়ে আমরা রেললাইনের নিরাপত্তা দেখবো।